ইরানের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারি কাসেম মকদামি ৪৮তম জাতীয় কুরআন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সূরা ইসরা (বনি ইসরাইল)-এর ১ থেকে ১২ নম্বর আয়াত তেলাওয়াত করেন।
এই প্রতিযোগিতা আজ ১৯ অক্টোবর থেকে শুরু হয়ে এবং ২৭ অক্টোবর পর্যন্ত ইরানের সানানদাজ শহরে অনুষ্ঠিত হবে।